৪৬তম বিসিএস MCQ পরীক্ষার প্রশ্নের  সমাধান

BlogSh SOHEL26 Apr, 2024 1807
10

আজকের ৪৬তম বিসিএস MCQ পরীক্ষার প্রশ্নের  সমাধান

পরীক্ষার তারিখঃ ২৬-০৪-২০২৪ তারিখ

সম্পূর্ণ সমাধানের কাজ চলছে দ্রুত সম্পূর্ণ সমাধানের প্রকাশ হবে। 

 সমাধান দেখুন নিচেঃ

সুশাসন নৈতিকতা ও মূল্যবোধ অংশের সমাধানঃ  

৬৬. 'Animal Liberation' গ্রন্থটির রচয়িতা কে?

(ক) হেগেল (খ) কান্ট (গ) বেন্থাম (ঘ) পিটার সিঙ্গার

উত্তরঃ (ঘ) পিটার সিঙ্গার  

৬৭। কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?

(ক) নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া (খ) সামাজিক ক্রিয়া

(গ) ঐচ্ছিক ক্রিয়া (ঘ) ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া

উত্তরঃ (গ) ঐচ্ছিক ক্রিয়া

৬৮। বাংলাদেশের 'নব্য-নৈতিকতার' প্রবর্তক হলেন-

(ক) মোহাম্মদ বরকতুল্লাহ (খ) জি. সি. দেব (গ) আরজ আলী মাতুব্বর (ঘ) আব্দুল মতীন

উত্তরঃ (গ) আরজ আলী মাতুব্বর

৬৯। নিচের কোনটি সুশাসনের মূলনীতি?

(ক) স্বচ্ছতা ও জবাবদিহিতা (খ) কর্তৃত্ববাদী শাসন

(গ) কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ (ঘ) স্বজন প্রীতি ও পক্ষপাতিত্ব

উত্তরঃ (ক) স্বচ্ছতা ও জবাবদিহিতা

৭০। "মানুষ হও এবং মরে বাঁচ।"-এটি কার উক্তি?

(ক) প্লেটো (খ) হেগেল (গ) জি. ই. ম্যূর (ঘ) রাসেল

উত্তরঃ  খ) হেগেল

৭১। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?

(ক) ২০১০ (খ) ২০১১ (গ) ২০১২ (ঘ) ২০১৮

উত্তরঃ (গ) ২০১২

৭২। "দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।"-উক্তিটি কে করেছেন?

(ক) আর. বি. পেরি (খ) প্লেটো (গ) সি. ডি. ব্রড (ঘ) বাট্রান্ড রাসেল

উত্তরঃ  (ঘ) বাট্রান্ড রাসেল

৭৩। 'সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল'-এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

(ক) জাতিসংঘ (খ) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (গ) বিশ্বব্যাংক (ঘ) এশিয়া উন্নয়ন ব্যাংক

উত্তরঃ (গ) বিশ্বব্যাংক  

৭৪। নিচের কোনটি 'SMART Bangladesh' এর উপাদান?

(ক) Smart Democracy (খ) Smart Politics (গ) Smart Society (ঘ) Smart Parliament

উত্তরঃ (গ) Smart Society  

৭৫। 'Republic' গ্রন্থটির রচয়িতা কে?

(ক) বার্কলে (খ) জন লক (গ) ডেকার্ট (ঘ) প্লেটো

উত্তরঃ (ঘ) প্লেটো

 

 

বাংলাদেশ বিষয়াবলী

৯৬। হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?

(ক) বিরামপুর, দিনাজপুর (খ) ঘোড়াঘাট, দিনাজপুর

(গ) হাকিমপুর, দিনাজপুর (ঘ) পাঁচ বিবি, জয়পুর হাট

উত্তরঃ (গ) হাকিমপুর, দিনাজপু

৯৭। ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫° । ঢাকার সময় মধ্যাহ্ন ১২:০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-

(ক) সকাল ০৯:০০ টা (খ) বিকাল ০৩:০০ টা (গ) সন্ধ্যা ০৬:০০ টা (ঘ) রাত ০৯:০০ টা

উত্তরঃ (খ) বিকাল ০৩:০০ টা

৯৮। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?

(ক) ইন্ডিয়ান ও ইউরেশিয়ান (খ) ইন্ডিয়ান ও বার্মিজ

(গ) ইন্ডিয়ান ও আফ্রিকান (ঘ) বার্মিজ ও ইউরেশিয়ান

উত্তরঃ (ক) ইন্ডিয়ান ও ইউরেশিয়ান

৯৯। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে 'বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল

(ক) ৫.৫° সেলসিয়াস/কিলোমিটার (খ) ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

(গ) ৭.৫° সেলসিয়াস/কিলোমিটার (ঘ) ৮.৫° সেলসিয়াস/কিলোমিটার  

উত্তরঃ (খ) ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

১০০। দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে (কপ-২৮) মূল ফোকাস ছিল-

(ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ (খ) জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক

(গ) ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক (ঘ) মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ

উত্তরঃ (ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ

১০১। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?

(ক) ১৮০° (খ) ৩৬০° (গ) ৯০° (ঘ) ০°

উত্তরঃ (গ) ৯০°

১০২। জাপানিজ শব্দ 'সুনামি' এর অর্থ কী?

(ক) বিশালাকৃতির ঢেউ (খ) সামুদ্রিক ঢেউ (গ) জলোচ্ছাস (ঘ) পোতাশ্রয়ের ঢেউ

উত্তরঃ (ঘ) পোতাশ্রয়ের ঢেউ

১০৩। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?

(ক) মরুকরণ (খ) বন্যা (গ) সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি (ঘ) ভূমিকম্প

উত্তরঃ (ঘ) ভূমিকম্প

১০৪। বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?

(ক) নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা (খ) নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা

(গ) নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা (ঘ) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা

উত্তরঃ (ক) নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা

১০৫। নিচের কোনটি কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)?

(ক) ভূমিকম্প (খ) ভূমিধস (গ) সুনামি (ঘ) খরা

উত্তরঃ (ঘ) খরা

 

বাংলা ভাষা ও সাহিত্য অংশের সমাধানঃ    

 

১০৬। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা, উচ্চ অবস্থানে থাকে?

(ক) আ (খ) এ (গ) উ (ঘ) ও

উত্তরঃ (গ) উ

১০৭। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-

(ক) তৎসম (খ) তদ্ভব (গ) দেশি (ঘ) বিদেশি

উত্তরঃ (গ) দেশি

১০৮। 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা-

(ক) মুহম্মদ আবদুল হাই (খ) মুহম্মদ শহীদুল্লাহ্ (গ) মুনীর চৌধুরী (ঘ) মুহম্মদ এনামুল হক

উত্তরঃ (ক) মুহম্মদ আবদুল হাই

১০৯। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?

(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি

উত্তরঃ (খ) ২টি

১১০। যোগরুঢ় শব্দ কোনটি?

(ক) কলম (খ) মলম (গ) বাঁশি (ঘ) শাখামৃগ

উত্তরঃ (ঘ) শাখামৃগ

১১১। উপসর্গযুক্ত শব্দ-

(ক) বিদ্যা (খ) বিদ্রোহী (গ) বিষয় (ঘ) বিপুল

উত্তরঃ (খ) বিদ্রোহী

১১২। বিভক্তিযুক্ত শব্দ কোনটি?

(ক) সরোবরে (খ) চশমা (গ) সরোজ (ঘ) চম্পক

উত্তরঃ (ক) সরোবরে

১১৩। কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?

(ক) ভাইবোন (খ) রাজপথ (গ) বকলম (ঘ) ঐকিক

উত্তরঃ (ঘ) ঐকিক

১১৪। 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ-

(ক) শির + ছেদ (খ) শিরঃ + ছেদ (গ) শিরশ্ + ছেদ (ঘ) শির + উচ্ছেদ

উত্তরঃ (খ) শিরঃ + ছেদ

১১৫। 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?

(ক) দ্বন্দ্ব (খ) বহুব্রীহি (গ) নিত্য (ঘ) উপপদ তৎপুরুষ

উত্তরঃ (ঘ) উপপদ তৎপুরুষ

১১৬। 'pedagogy' শব্দের পরিভাষা-

(ক) সহশিক্ষা (খ) নারীশিক্ষা (গ) শিক্ষাতত্ত্ব (ঘ) শিক্ষানীতি

উত্তরঃ (গ) শিক্ষাতত্ত্ব

১১৭। 'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি?

(ক) বন্ধুর (খ) অসম (গ) সুষম (ঘ) ঋজু

উত্তরঃ (ঘ) ঋজু

১১৮। বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?

(ক) ১৯৯০ (খ) ১৯৯২ (গ) ১৯৯৪ (ঘ) ১৯৯৬

উত্তরঃ (খ) ১৯৯২

১১৯। কোন বানানটি শদ্ধ?

(ক) মুলো (খ) মুলা (গ) ধুলি (ঘ) ধূলো

উত্তরঃ (ক) মুলো (খ) মুলা শুদ্ধ। শুধু রূপভেদে চলিত আর সাধুরীতির শব্দ।

১২০। 'নদী'-র সমার্থ শব্দ কোনটি?

(ক) সিন্ধু (খ) হিল্লোল (গ) তটিনী (ঘ) নির্ঝর

উত্তরঃ (গ) তটিনী

১২১। চর্যাপদের কবিরা ছিলেন-

(ক) মহাঘানী বৌদ্ধ (খ) বজ্রঘানী বৌদ্ধ (গ) বাউল (ঘ) সহজঘানী বৌদ্ধ

উত্তরঃ (ঘ) সহজঘানী বৌদ্ধ

১২২। 'শূন্যপূরাণের' রচয়িতা-

(ক) রামাই পন্ডিত (খ) হলায়ুধ মিশ্র (গ) কাহ্নপা (ঘ) কুকুরীপা

উত্তরঃ (ক) রামাই পন্ডিত

১২৩। বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?

(ক) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান (খ) বড়ু চণ্ডীদাসের জন্মস্থান

(গ) চর্যাপদের প্রাপ্তিস্থান (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

উত্তরঃ (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

১২৪। 'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।'-কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?

(ক) নূরনামা (খ) নসিহতনামা (গ) মধুমালতী (ঘ) ইউসুফ-জুলেখা

উত্তরঃ (ক) নূরনামা

১২৫। আলাওল কোন শতাব্দীর কবি?

(ক) পঞ্চদশ (খ) ষোড়শ (গ) সপ্তদশ (ঘ) অষ্টাদশ

উত্তরঃ (গ) সপ্তদশ

১২৬। কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?

(ক) রবীন্দ্র সংগীত (খ) নজরুল সংগীত (গ) ভাটিয়ালি গান (ঘ) বাউল গান

উত্তরঃ (ঘ) বাউল গান

১২৭। চন্ডীচরণ মুন্সী কে?

(ক) শ্রীরামপুর মিশনের লিপিকর (খ) ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত

(গ) কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা (ঘ) সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক

উত্তরঃ (খ) ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত

১২৮। 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-

(ক) রামমোহন রায় (খ) অক্ষয়কুমার দত্ত (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) রাধানাথ শিকদার

উত্তরঃ (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১২৯। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-

(ক) দ্বারকানাথ ঠাকুর (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) রথীন্দ্রনাথ ঠাকুর (ঘ) প্রমথ চৌধুরী

উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

১৩০। ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?

(ক) কমলাকান্ত (খ) লোকরহস্য (গ) মুচিরাম গুড়ের জীবনচরিত (ঘ) যুগলাঙ্গুরীয়

উত্তরঃ (ক) কমলাকান্ত

১৩১। দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক

(ক) জশুয়া মার্শম্যান  (খ) ডেভিড হেয়ার (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৩২। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?

(ক) বিসর্জন (খ) রক্তকরবী (গ) মুক্তধারা (ঘ) ডাকঘর

উত্তরঃ (খ) রক্তকরবী

১৩৩। 'তৈল' প্রবন্ধটি লিখেছেন-

(ক) সুকুমার রায় (খ) রমেশচন্দ্র মজুমদার (গ) শিবনারায়ণ রায় (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

১৩৪। "নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) বিষ্ণু দে (গ) অমিয় চক্রবর্তী (ঘ) প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ (খ) বিষ্ণু দে

১৩৫। 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' গানটির রচয়িতা

(ক) কাজী নজরুল ইসলাম (খ) গোলাম মোস্তফা (গ) জসীমউদ্দীন (ঘ) আব্বাস উদ্দীন আহমদ

উত্তরঃ (ক) কাজী নজরুল ইসলাম

১৩৬। শামসুর রাহমানের রচিত উপন্যাস

(ক) পতঙ্গ পিঞ্জর (খ) প্রেম একটি লাল গোলাপ' (গ) রৌদ্র করোটিতে (ঘ) অদ্ভুত আঁধার এক

উত্তরঃ অদ্ভুত আঁধার এক

১৩৭। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-

(ক) অস্তিত্ববাদ (খ) অভিব্যক্তিবাদ (গ) পরাবাস্তববাদ (ঘ) দ্বৈতাদ্বৈতবাদ

উত্তরঃ (ঘ) দ্বৈতাদ্বৈতবাদ

১৩৮। 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-

(ক) আল মাহমুদ (খ) রফিক আজাদ (গ) আবুল হাসান (ঘ) আবুল হোসেন

উত্তরঃ (গ) আবুল হাসান

১৩৯। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?

(ক) জ্যোতিপ্রকাশ দত্ত (খ) রিজিয়া রহমান (গ) শহীদুল জহির (ঘ) দিলারা হাশেম

উত্তরঃ (গ) শহীদুল জহির

১৪০। "একুশ মানে মাথা নত না রচয়িতা করা"- এই অমর পঙ্ক্তির

(ক) আবদুল গাফফার চৌধুরী (খ) আবুল ফজল (গ) মুনীর চৌধুরী (ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী

উত্তরঃ (খ) আবুল ফজল

 

৪৬তম বিসিএস MCQ পরীক্ষার প্রশ্নের  সমাধান

৪৬তম বিসিএস MCQ পরীক্ষার প্রশ্নের  সমাধান 02

৪৬তম বিসিএস MCQ পরীক্ষার প্রশ্নের  সমাধান 03

দ্রুত সম্পূর্ণ সমাধান পাবেন 

Connecting us: